Embrace the beauty of tradition with our stunning Taantbaari Tops, handwoven with love and care. Perfect for every occasion, these tops not only elevate your style but also support sustainable fashion.
পোশাকের সাথে মানুষের সম্পর্ক বহু আগের, প্রাচীন গুহাবাসী মানুষ থেকে আজকের আধুনিক মানুষ পর্যন্ত, সবার জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ হচ্ছে পোষাক। যে কোনো উৎসব অনুষ্ঠানে বয়সের বিভেদ ভুলে পুরুষের গায়ে শোভা পায় পাঞ্জাবি-পাজামা। আর সেই পাঞ্জাবি-পাজামা যদি হয় তাঁতবাড়ির, তা হলে তো আর কোনো কথাই থাকেনা। সেই ২০১৭ সাল থেকে হাটি হাটি পা-পা করে পথ চলা শুরু এই তাঁতবাড়ির। আলহামদুলিল্লাহ নিষ্ঠার সাথে আজও তাঁতবাড়ির সঙ্গে কাজ করে যাচ্ছে আপত্তিহীন, বিরতিহীন, ক্লান্তহীন এবং নিম্নার্থহীন এক ঝাঁক পোষাক শিল্পীর দল। তাঁতবাড়ির রয়েছে নিজস্ব ফ্যাক্টরি এবং স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার। তাঁতবাড়ি ছবি কে নয় পন্যের গুণগত মানকে প্রাধান্য দেয়, পন্যের গুনগত মানের সঙ্গে আমরা আপোষহীন। তাছাড়া সকল কাস্টমারদের সুবিধার্থে তাঁতবাড়ির রয়েছে পাইকারী ও খুচরা পোশাক বিক্রির আলাদা দুটি শো-রুম। ইনশাআল্লাহ আমরা দৃঢ় আশাবাদী অচীরেই সকলের দোয়া এবং ভালবাসায় তাঁতবাড়ি হয়ে উঠবে দেশেরে নাম্বার ওয়ান একটি প্রতিষ্ঠান।
Subscribe to our newsletter for regular updates about Offers, Coupons & more